প্রতিষ্ঠান পরিচিতি
অত্র শাসনপাড় উচ্চবিদ্যালয়টি কুমিল্লা জেলার অন্তর্গত লালমাই উপজেলাধীন কুমিল্লা বিশ্বরোড থেকে উৎপত্তি ঢাকা-নোয়াখালী মেইন রোডের হরিশ্চর নামক বাসস্টপেজের ৫ কিলোমিটার পূর্বে পোষ্ট অফিস আটিটি বাজারের কোয়ার্টার কিলোমিটার দক্ষিণে পেরুল দক্ষিণ ইউনিয়নের দোশরীচোঁ মৌজায় গ্রামীণ মনোরম পরিবেশে অবস্থিত। বিদ্যালয়ের ৯ কক্ষ বিশিষ্ট তিনটি কাঁচা ভবন ও ৩ কক্ষ বিশিষ্ট চারতলা ফাউন্ডেশনের একটি একতলা পাকা ভবন রয়েছে। এতে ১টি অফিস কক্ষ, ১টি শিক্ষক মিলনায়তন, ১০টি শ্রেণিকক্ষ বিদ্যমান। উক্ত বিদ্যালয়টি নিম্নমাধ্যমিক হিসেবে ২০০০ সনে এবং মাধ্যমিক হিসেবে ২০০৯ সনে স্বীকৃতি লাভ করে। ২০০১ সনে নিম্ন-মাধ্যমিক স্তর এমপিওভূক্ত হয়। মাধ্যমিক স্তর (৯ম ও ১০ম শ্রেণি) এখনও এমপিওভূক্ত হয়নি। শিক্ষক ও শিক্ষার্থীদের জন্য ৫টি টয়লেট, ১টি টিউবওয়েল ও ১টি ডিপ টিউবওয়েল রয়েছে। শিক্ষার্থীদের খেলাধূলার জন্য ১টি বড় মাঠ রয়েছে। বিদ্যালয়ের সর্বমোট ০.৭৯ একর জমি রয়েছে।
বিদ্যালয়টি শাসনপাড় নামক গ্রামের গরীব কৃষক জনাব মরহুম সৈয়দ মো: লকিয়ৎ উল্যাহ এর দানে ১ জানুয়ারি ১৯৯৬ সালে প্রতিষ্ঠিত। প্রতিষ্ঠানটি স্থানীয় জনগণের চাহিদা ও প্রচেষ্টায় নির্মিত। নারী শিক্ষায় প্রতিষ্ঠানটির ব্যাপক ভূমিকা রয়েছে।